Collective Agreements Database

Tripartite agreement between Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), Ministry of Labour and Employment, Jatio Sramik League, and IndustriALL Council, to review labour situation in garments sector, 23rd February 2017

গার্মেন্টস শিল্প সেক্টরের সার্বিক শ্রম পরিস্থিতি পর্যালোচনার জন্য অনুষ্ঠিত

ত্রিপক্ষীয় সভার কার্যবিবরণী

সভাপতিঃ         জনাব মোঃ মুজিবুল হক এম.পি.

                                                            মাননীয় প্রতিমন্ত্রী

                                                            শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়

স্থানঃ                মাননীয় প্রতিমন্ত্রীর অফিস কক্ষ

তারিখঃ             ২৩ ফেব্রুয়ারী, ২০১৭

সময়ঃ               বিকাল :০০ ঘটিকা

সভায় উপস্থিত সদস্যদের তালিকা পরিশিষ্ট- “

 

সভাপতি সভায় উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম আরম্ভ করেন প্রারন্তিক বক্তব্যে তিনি বলেন যে, আমরা যে পেশার লোকই না কেন সবাই বাংলাদেশের নাগরিক দেশের উন্নয়নে সবাই একযোগ কাজ করার প্রত্যয় তিনি ব্যক্ত করেন তিনি আরো বলেন যে, গত ২১ ফেব্রুয়ারী শ্রম ভবনে অনুষ্ঠিত সভায় বাংলাদেশর গার্মেন্টস শিল্প সেক্টরকে বিশ্বের এক নম্বর শিল্প সেক্টর হিসেবে পরিণত করার জন্য যার যার অবস্থান থেকে ভুমিকা রাখার বিষয়ে আমরা সবাই একমত হয়েছিলাম অতঃপর তিনি বিস্তারিতভাবে সব কিছু আলোচনা করে সিদ্ধান্তে উপনিত হওয়ার জন্য সবাইকে আহবান জানান সভাপতির আহবানের পর IndustriALL বাংলাদেশ এর চেয়ারম্যান সেক্রেটারি জেনারেল, জাতীয় শ্রমিক লীগের সভাপতিসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ এবং বিজিএমইএ এর সভাপতিসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন বিস্তারিত আলোচনার পর নিম্নোক্ত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়

আশুলিয়ায় উদ্ভূত ঘটনার প্রেক্ষিতে দায়েরকৃত মামলাসমূহ দ্রুত নিস্পত্তি করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষ সার্বিক সহযোগিতা করবে

সিদ্ধান্ত সমূহঃ

() আশুলিয়ায় উদ্ভূত ঘটনার প্রেক্ষিতে দায়েরকৃত মামলাসমূহ দ্রুত নিস্পত্তি করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষ সার্বিক সহযোগিতা করবে আরো সিদ্ধান্ত হয় যে, এখনও যারা কারাগারে আটক আছে তাদেরকে আইনানুগভাবে কারামুক্তির ব্যবস্থা করা হবে

() আশুলিয়ায় বিভিন্ন রেজিস্টার্ড শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের অফিস সমূহ খুলে দেয়ার ব্যবস্থা করা হবে

() আশুলিয়ায় উদ্ভূত ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন কারখানার সাময়িকভাবে বরখাস্তকৃত শ্রমিকরা যদি শ্রম আইন অনুযায়ী তাদের পাওনাদি না দিয়ে থাকে তাহলে মালিকরা পাওনাদি যথানিয়মে পরিশোধ করবেন কেউ যদি পাওনা না দিয়ে চাকুরী করতে ইচ্ছুক হয় তাহলে তাদেরকে শ্রম আইনের বিধান অনুযায়ী চাকুরীতে পুনঃবহল করা হবে

() গার্মেন্টস শিল্প সেক্টরের শান্তিপূর্ণ শ্রম পরিস্থিতি নিশ্চিত করার জন্য সরকার, মালিক শ্রমিক পক্ষ একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়

() সকল পক্ষ একসাথে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে সভার সিদ্ধান্তের বিষয়গুলো সাংবাদিকদেরকে অবহিত করা হবে

সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন

 

MD. SIDDIQUR RAHMAN                   (মোঃ মুজিবুল হক, এম.পি)

PRESIDENT, BGMEA.                           প্রতিমন্ত্রী

                                                            শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়

 

Sukkur Mahmud                                  __________________

President                                             (KUTUBUDDIN AHMED)

Jatio Sramik League                            SECRETARY GENERAL

                                                            INDUSTRIALL BANGLADESH COUNCIL

BGD Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) - 2017

Start date: → 2017-02-23
End date: → Not specified
Name industry: → Manufacturing
Name industry: → Manufacture of wearing apparel
Public/private sector: → In the private sector
Concluded by:
Names associations: → BGD Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA)
Names trade unions: →  BJSL - Jatio Sramik League

EMPLOYMENT CONTRACTS

Part-time workers excluded from any provision: → No
Provisions about temporary workers: → No
Apprentices excluded from any provision: → No
Minijobs/student jobs excluded from any provision: → No
Loading...